ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী পারভেজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার দুপুরে ভালুকার কাইচান গ্রামে পারভেজের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে পারভেজের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।
ছাত্রদল সভাপতি পারভেজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “পারভেজের বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করছি।” তার এ ঘোষণা শুনে পারভেজের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে।
পরিদর্শনকালে পারভেজের বাড়িতে ভিড় করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা, পাশাপাশি এলাকার সাধারণ মানুষও।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার সামনে থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে পারভেজের বাড়িতে যান ছাত্রদল সভাপতি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। কিন্তু বারবার বনানী থানায় গিয়ে খুনিদের বাঁচাতে চাপ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, বৈষম্যবিরোধী ছাত্রনেতাতের বিবেক একদিন জাগবে এবং তারা সত্যিকারের ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রুয়েল, বেরসকারি বিশ্ববিদ্যাল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান বিন্দু, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আলম রবিন, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়দ পাঠান, ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ