বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সেবা কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উদ্যোগে নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের জন্য মোটরসাইকেল সার্ভিস, পানি, নাস্তা, মেডিকেল টিম, এবং আবাসন সুবিধাসহ নানান সেবা প্রদান করেছে। আজ শুক্রবার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজ শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পরীক্ষা চলেছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সি ইউনিট পরীক্ষায় ১৭০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামী ২ মে ও ৯ মে আরও দুটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষাগুলোর জন্যও ছাত্রদলের নেতাকর্মীরা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান।
এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল জানান।
বিডি প্রতিদিন/আশিক