জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বিকেএসপির অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
এসময় উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিপ্লব ঘটাতে চাই।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় সফট স্কিল, হার্ড স্কিল ও কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া কালচারাল সেন্টার ও স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর কথাও জানান তিনি।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের কলেজ থেকে আসা প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে দাবা, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট এবং দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন, হকি, কাবাডিসহ আরও ছয়টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সৌহার্দ্য ও শৃঙ্খলার মানসিকতা গড়ে তুলবে বলে আয়োজকদের আশা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ