ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠক করেছেন। এই আলোচনায় যুদ্ধ বন্ধ এবং সরাসরি রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে আর কোনো সরাসরি আলোচনা করেনি। তবে এবার পুতিন ও উইটকফের মধ্যে হওয়া বৈঠকে দুই দেশের (রাশিয়া-ইউক্রেনের) অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে বলে দাবি করা হচ্ছে।
এই আলোচনায় অংশ নিয়েছিলেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেছেন, আলোচনাটি গঠনমূলক এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৈঠকে ইউক্রেন ইস্যুর পাশাপাশি আরও কিছু আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়। রাশিয়া জানিয়েছে, তারা শান্তিচুক্তি করতে প্রস্তুত, তবে এখনো কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। এসব নিরসনের জন্য কাজ চলছে।
এদিকে, উইটকফের এই সফরের সময় ইউক্রেনে রুশ হামলায় ১২ জন নিহত হন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভ্লাদিমির, থামো! এবার শান্তিচুক্তি সম্পন্ন করা হোক!’ ট্রাম্প আরও হুঁশিয়ার করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে তিনি সরে দাঁড়াতে পারেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কিছু এলাকা ফেরত পাওয়ার জন্য তারা যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া কিয়েভ কখনই মেনে নেবে না।
এই মুহূর্তে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে চূড়ান্ত শান্তিচুক্তির আগে আরও মতৈক্য প্রয়োজন।
বিডিপ্রতিদিন/কবিরুল