সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সাগরে আগুন লাগা একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১০ জন এশীয় নাবিককে সফলভাবে উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল গার্ড।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১০ জন এশীয় নাবিক বিপদে পড়েন।
খবর পাওয়ার পরপরই ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে এবং ন্যাশনাল গার্ডের কোস্ট গার্ড ইউনিটের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানায়,- নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পরিচালিত এই অভিযানে সব নাবিককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বাহিনী নিশ্চিত করে ঘটনাস্থলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও জানানো হয়- এই উদ্ধার তৎপরতা তাদের চলমান নিরাপত্তা মিশনের অংশ, যার মূল লক্ষ্য হলো সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।
প্রসঙ্গত, চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৬৮টি অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড।
তথ্য সূত্র- গালফ নিউজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ