সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দেড় বছরের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে নিহত শিশুর মাকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটরা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম খাদিজা খাতুন। সে কলারোয়া কুশডাঙ্গা গ্রামের বাসিন্দা তহিদুজ্জামান ও আসমা খাতুন দম্পতির মেয়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত মা আসমা (২৪) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার আসমার মা আলেয়া খাতুন চিকিৎসার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসেন। শুক্রবার দুপুরে মেয়ের চিকিৎসার জন্য তার মা ভ্যান আনতে বাইরে ছিলেন। ওই সময় শিশু কন্যা খাদিজাকে বারান্দায় ঘুমন্ত অবস্থায় তার মা রান্নাঘর থেকে ধারালো বঁটি নিয়ে এসে গলায় আঘাত করে হত্যা করেন। আলেয়া খাতুন ফিরে এসে নাতনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তেই এলাকাবাসী ছুটে এসে আসমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কলারোয়া থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসমা মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।