ভোলার চরফ্যাশনে স্বপন কুমার দাস নামে সত্তরোর্ধ এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ গত ২ এপ্রিল সন্ধ্যায় সন্ত্রাসীরা স্বপন কুমারকে মারধর করে এবং এর ২০ দিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের গটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের স্ত্রী বসু বালা ২৫ এপ্রিল শুক্রবার সকালে হান্নান, তুহিন, মিলন, আনোয়ারসহ ১৫ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলার মর্গে পাঠায়।
লিখিত অভিযোগে নিহতের স্ত্রী বসু বালা জানান, তার স্বামী ২ এপ্রিল সন্ধ্যার পরে চরফ্যাশন উপজেলার উত্তর ফ্যাশন ৯ নম্বর ওয়ার্ডের বাড়ির কাছে নায়েবের পোল গিয়েছিলেন চা খেতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে হান্নান, তুহিন, আনোয়ার, সিয়াম, ইমন, মিলন হাসানসহ আরও কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাক লালমোহন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা নেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে এসে আবার অসুস্থ হয়ে পড়লে পূনরায় তাকে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে স্বপন কুমার মারা রান।
নিহতের স্ত্রীসহ স্বজনদের অভিযোগ, আসামি পক্ষ নিহত স্বপন কুমারের এক ভাইয়ের কাছ থেকে জমি কিনে দীর্ঘ দিন ধরে স্বপন কুমারের জমি জবর দখলের পায়তারা করে আসছে। এঘটনাকে কেন্দ্র করে স্বপন কুমারকে পিটিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল