টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী ও নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : যমুনা সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে গতকাল সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেণু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশি অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওগাঁ : নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে শিমুলতলী এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন ছাগল ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। হামলার পরপরই স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজ্জ্বল হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীকে হারিয়ে দিশাহারা তার স্ত্রী শাকিলা। উজ্জ্বলের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। উজ্জ্বল হোসেন ধামইরহাট উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী বংশীবাটি গ্রামের জাহিদ হাসান জানান, রাত ৯টার পর উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জ্বলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভ্যানে করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। উজ্জ্বল যেহেতু ছাগলের ব্যবসা করত, তাই তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। নিহতের স্ত্রী শাকিলা পারভিন জানায়, উজ্জ্বল বিভিন্ন গ্রামে ও হাটে ছাগলের ব্যবসা করতেন। ছাগল কেনাবেচা করতেন। আর তার শাশুড়ি নাসিমা বেগম ও বড় চাচা জাইদুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, গতকাল সকালে ওই ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।