বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে আটকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযুক্ত শোভন মিস্ত্রিকে (২২) গ্রেপ্তার করা হয়। সে সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।
বানারীপাড়া পুলিশ জানিয়েছে, গত ৪ এপ্রিল বানারীপাড়া পৌর শহরের দক্ষিন নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে বাড়িতে যাওয়ার কথা বলে নিজের অটোরিক্সায় উঠিয়ে নেয় শোভন। পরে ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্যে সেবন করিয়ে ২৭ ঘন্টা নিজ বাড়ীতে আটকে রেখে ধর্ষন করে। এ ঘটনায় করা মামলার আসামী হিসেবে ঢাকার দোহার এলাকা থেকে শোভনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম