সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন বাবা-মেয়ে। গতকাল দুপুরে উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ (৩)। আহত মোটরসাইকেলচালক অপূর্ব সাধু ও তার মেয়ে শোভা সাধু (৭) হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে সপরিবারে সাগরদাঁড়ি যাচ্ছিলেন তারা। কুমিরা এলাকায় রাস্তা পারাপারের সময় সাতক্ষীরাগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়লে চালক বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার ছেলেকে চাপা দিয়ে চলে যায়। পাটকেলঘাটা থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।