বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাঝেমধ্যেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি দীপিকা বলেন, ‘আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেখানে একটা বড় রান্নাঘর ছিল, একটা স্টোর রুমও ছিল তার সঙ্গে। যখনই আমি দুষ্টুমি করতাম বা অসভ্যতা করতাম বাবা-মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো। ওই ঘরের সুইচ বাইরে ছিল।
বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত।’ দীপিকা বলেন, ছোটবেলার সেই দুঃসহ স্মৃতির কথা মনে পড়লে এখনো মনের ভিতরটা ভয়ে কুঁকড়ে ওঠে। দীপিকা নিজে সন্তানের মা হয়ে কখনো সন্তানের সঙ্গে এমন আচরণ করতে পারবেন না বলে জানান। এ অভিনেত্রী বলিউড ও হলিউডে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছেন। বিয়ে করেছেন অভিনেতা রণবীর সিংকে। তাঁরা সুখেই দাম্পত্য জীবন পার করছেন। দীপিকার প্রায় সব ছবিই সুপারহিট ব্যবসা করেছে।