যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি টিভি সাক্ষাৎকারে ল্যাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন- উভয় পক্ষই যদি রাজি থাকে তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। তার আগে পৃথক হামলায় অন্তত ৮ জন মারা গেছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেননি ট্রাম্প। তার মতে, এ হামলা অপ্রয়োজনীয়। তাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এ হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এর প্রয়োজন ছিল না। এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেই (কিয়েভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন! সূত্র: সিবিএস নিউজ
বিডি প্রতিদিন/একেএ