দুই দিন ধরে বৈশাখের খরতাপে পুড়ছে কুড়িগ্রামের প্রাণ ও প্রকৃতি। অব্যাহত তাপপ্রবাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় গত দুই দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে বিগত বছরের। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরেই কুড়িগ্রামে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, জানায় আবহাওয়া অফিস।
খরতাপে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণিপেশার মানুষ। বিশেষ করে শ্রমজীবীরা। কেউ শরবত, আখের রস, ডাবের পানি, স্যালাইন পানিতে শরীর শীতল করার চেষ্টা করছেন। সাধারণত মধ্য এপ্রিলে কিছুটা তাপমাত্রা বাড়ে এ জেলায়। এবার অনেক আগে তা বেড়েছে, জানান বাসিন্দারা। গরমে ভোগান্তি আরও বাড়বে বলেও শঙ্কা রয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত বছরের চেয়ে এবার তাপমাত্রা একটু আগেই বেড়েছে। দুই দিন থেকে ভ্যাপসা গরমে জনজীবন কষ্টে পড়েছে। তিনি আরও বলেন, আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই।