বিজ্ঞান এবং জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ব ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সাড়ম্বরে এ দিবস উদযাপন করা হয়। এ দিবস উদযাপনের উদ্দেশ্য হলো মানুষের জিন এবং বংশগতি সম্পর্কিত সচেতনতা বাড়ানো, বিজ্ঞান ও জীববিজ্ঞানের শিক্ষাকে উৎসাহিত করা, তরুণ শিক্ষার্থীদের জিনতত্ত্ব এবং বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে আগ্রহী করে তোলা।
এ দিবসকে ঘিরে আইবিজিই ইনস্টিটিউটে বহুমুখী সৃজনশীল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে আইবিজিই ইনস্টিটিউটের সামনে থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. জহুরুল করিমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী সহযোগে সকাল সাড়ে ৯টার দিকে প্ল্যাকার্ড, ফেস্টুন সম্বলিত একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে শেষ হয়। র্যালি শেষে বেলুন উড়ানোর মধ্যদিয়ে ডিএনএ দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন ড. জহুরুল করিম। পরে শিক্ষার্থীদের জন্য জাতীয় ডিএনএ অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিবসকে আরো আনন্দমুখর করতে তুলতে এ দিবস সংশ্লিষ্ট পোস্টার ও আর্টিকেল প্রদর্শন ছিলো অন্যতম আয়োজন। জমকালো প্রদর্শনীর পর শিক্ষার্থীদের জন্য ছিলো শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা। এ দিবসের উপযোগিতা ও তাৎপর্য তুলে ধরতে দুপুরে এ বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস-প্রেসিডেন্ট ড. জহুরুল করিম। এ সময় সেমিনারের কী-নোট স্পিকার এবং দিবস উদযাপনের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন আইবিজিই’র সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইবিজিই) প্রফেসর ড. শাহ মোহম্মদ নাইমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দিবস উদযাপনের আয়োজক বিএস (এজি) চতুর্থ বর্ষের বিজিই ৪১০ কোর্সের শতাধিক শিক্ষার্থীবৃন্দ এবং আইবিজিই ইনস্টিটিউটের পিএইচডি, পোস্ট ডকসহ সকল শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারের শুরুতে ড. তোফাজ্জল ‘‘ডিএনএ থেকে জিনোম এডিটিং: জীববিজ্ঞানের যুগান্তকারী অধ্যায়’’ শিরোনামে একটি তথ্যবহুল সচিত্র উপস্থাপনা তুলে ধরেন। যেখানে বলা হয় যে, জিনোম ইডিটিং এমন এক ধরণের প্রযুক্তি যার মাধ্যমে জীবের জিন বা ডিএনএ এর নির্দিষ্ট অংশকে অত্যন্ত নির্ভুলভাবে পরিবর্তন ও মুছে ফেলা সম্ভব, ঠিক যেন জীবনের কোডকে একটি সফটওয়্যারের মতো সম্পাদন করা। বিজ্ঞানী তোফাজ্জলের ইসলামের প্রেজেন্টেশনে ১৯৫৩ সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ-র দ্বিগুণ সর্পিল গঠন আবিষ্কার যা জীববিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল সে প্রসঙ্গেও অবতারণা করা হয়।
শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. জহুরুল করিম বলেন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, ডিএনএ শুধুমাত্র জৈব রসায়নের একটি অণু নয়, এটি জীবনের ছক যার কৃষি ক্ষেত্রে ব্যবহার আমাদের সামনে খুলে দিয়েছে সীমাহীন সম্ভাবনার দুয়ার। তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক গবেষণায় অংশগ্রহণ করে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি আবিষ্কারের আহ্বান জানান তিনি।
দিনব্যাপী উদযাপিত দিবসটি বিবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/হিমেল