গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কুশলা বাজারে এ ঘটনা ঘটে।
কুশলা বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টা দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি বেশির ভাগ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ফার্মেসিসহ ১০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- শরিফুল ফকির, শহিদুল, সাইয়াদুল, ওমর মৃধা, ইমরুল, কামরুল, আমিন চৌধুরী, কপিল বিশ্বাস, রিয়াজ চৌধুরী ও গোপাল শীল। কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।