বরিশালের অভয়াশ্রম থেকে শিকার বিপুল পরিমান জাটকা, গলদা চিংড়ি রেনু শিকারের জাল, গলদা চিংড়ি রেনু ও পাতিল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর অভয়াশ্রম হিজলার ধুলখোলা এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা, ২০১টি গলদা চিংড়ি রেনু ধরার জাল, ৬ হাজার পিস গলদা চিংড়ি রেনু ও ১৮টি পাতিল উদ্ধার করা হয়। জাটকা মাদ্রাসায় বিতরন করা হয়। চিংড়ি রেনু নদীতে ছেড়ে দেয়া হয়েছে। জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
অপরদিকে শুক্রবার সকালে মেঘনা নদী থেকে ৬ মন জাটকা উদ্ধার করা হয়। পরে ওই জাটকা এতিমখানায় বিতরন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এই সময় পর্যন্ত অভিযান চলবে।
বিডি প্রতিদিন/এএম