বরিশাল নগরীর রূপাতলী এলাকায় আগুনে পুড়েছে ৬ দোকান। শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন।
অগ্নিকান্ডে তিনটি জুতার দোকান, একটি কসমেটিক্স, একটি কাপড়ের ও একটি বেকারি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, আপন লাইভ ব্রেড ফাস্ট ফুড দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বিডি প্রতিদিন/এএম