রাজশাহীর পদ্মা নদীর পাড়ে মৃত শুশুক পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে স্থানীয়রা নদীর তীরে গেলে মরা শুশুকটি দেখতে পান। শুশুকটি কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর।
স্থানীয় আতিকুর রহমান জানান, সকাল ১০টার দিকে তালাইমারী ফুলতলা নদীর ঘাটে পানির কাছাকাছি শুশুকটি পড়ে থাকতে দেখেন। শুশুকটির শরীরে একাধিক ক্ষতের চিহ্ন ছিল। ঘটনাটি তিনি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানান।
বন্যপ্রাণী সংরক্ষণ রাজশাহী সার্কেলের কর্মকর্তা জাহাঙ্গীর কবীর জানান, পদ্মা ও যমুনা নদীতে এই শুশুক (ডলফিন) থাকে। মারা যাওয়ার পর শুশুকটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে মারা গেছে, সেটি না দেখে বলা যাচ্ছে না।
বিডিপ্রতিদিন/কবিরুল