এবারের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার শতভাগ। এবার ফৌজদারহাট ক্যাডেটে ৪৮ জন, ঝিনাইদহ ক্যাডেটে ৪৭ জন, মির্জাপুর ক্যাডেটে ৪৮, রাজশাহী ক্যাডেটে ৫০, সিলেট ক্যাডেটে ৪৯, রংপুর ক্যাডেটে ৪৬, বরিশাল ক্যাডেটে ৫১, পাবনা ক্যাডেটে ৫২, কুমিল্লা ক্যাডেটে ৫৩ জন ও ফেনী গার্লস ক্যাডেটে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৭ জনের মধ্যে ৪৬ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের মধ্যে ৫১ জন জিপিএ-৫ অর্জন করে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়।