একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল বড় প্রযুক্তি বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলে গেছে প্রযুক্তির রূপ—ঘরে বসে থ্রিডি প্রিন্টারে তৈরি হচ্ছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। এখন ভবন নির্মাণেও ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্ট এক্সটেনশন, মেরিন ব্যারাকস এবং মঙ্গলগ্রহে বসবাসের পরীক্ষামূলক ঘর তৈরির পর এবার যুক্তরাষ্ট্রে তৈরি হলো প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাসের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে স্টারবাকসটির ভবন। ২০২৪ সালের শেষদিকে নির্মাণকাজ শুরু হয়। স্টারবাকস কর্তৃপক্ষ ভবন চালুর নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান প্রতিষ্ঠান পারি ৩ডি কনস্ট্রাকশন। তারা কোবড বিওডি–২ থ্রিডি প্রিন্টার ব্যবহার করে ভবনের মূল কাঠামো তৈরি করেছে। কাঠামো একবার প্রিন্ট করা হলে জানালা, বারান্দা ও অভ্যন্তরীণ কাজ মানুষের হাতে সম্পন্ন হয়।
ভবনটি একতলা, আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। এটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) সার্ভিসের জন্য ব্যবহৃত হবে, বসে খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্স অনুযায়ী, প্রকল্পটির বাজেট ছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। চূড়ান্ত খরচ জানা যায়নি।
টেক্সাসের অন্যান্য এলাকায় আইকন প্রতিষ্ঠানও থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প করেছে, যার মধ্যে উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ অন্যতম।
সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন তৈরি করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস
বিডি প্রতিদিন/আশিক