কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশ একে অপরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। বাতিল করা হচ্ছে চুক্তি ও সমঝোতাও।
এমন পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে।
এরই মধ্যে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের 'আবির গুলাল' সিনেমা। আট বছর পর বলিউডে ফেরার চেষ্টা করেও সফল হচ্ছেন না তিনি।
পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত।
এবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ-এর এক সভাপতি অশোক দুবেও পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
সম্প্রতি তিনি বলেছেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করা উচিত। ভারতীয় সংবাদসংস্থা 'এএনআই'-কে দেওয়া সাক্ষাৎকারে দুবে মন্তব্য করেন, 'আমাদের কাছে দেশ আগে। বারবার দেশের ওপর হামলা হচ্ছে। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হামলা হয়েছে। তাই শোবিজের কেউ যদি পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কাজ বন্ধ করে দেওয়া হবে।'
অশোক জানান, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে ভারতে কাজ করার নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
তাদের দাবি, মন্ত্রণালয় যেন এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আর যদি ভবিষ্যতে কেউ পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করে, তাহলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হোক। যাতে অন্যরা ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন।
পহেলগাম হামলায় ভারতীয়দের মনে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। ফাওয়াদ খানসহ সব পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটমাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, 'বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।'
ভারতীয় বিনোদন দুনিয়ায় পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করতে এটি হয়তো চূড়ান্ত চাপ। এর আগে বহুবার এমন দাবি উঠেছিল, তবে পহেলগাম হামলার পর তা আরও জোরালো হলো।
বিডি প্রতিদিন/আশিক