রংপুরে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ঝড়ে আট উপজেলার শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।
প্রথমে তীব্র ধুলিঝড়ের পর প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো নগরী অন্ধকারে ঢাকা পড়ে। আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়।
জিএল রায় রোড, কাচারিবাজারসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া উপজেলায় উঠতি বোরো ধান, ভুট্টা ও আমের মারাত্মক ক্ষতি হয়।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল গতির বাতাস রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, ক্ষয়ক্ষতির নিরূপণে প্রশাসন মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/আশিক