বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার দেশের নির্ধারিত ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করেন। তিনি বলেন, দেশের নানা পেশার মানুষের জন্য বাউবির শিক্ষা কার্যক্রম উন্মুক্ত রয়েছে।
ওপেন স্কুলের ডীন অধ্যাপক ড. শিরিন সুলতানা, অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক অনন্যা লাবনী ও একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন উপাচার্যের সঙ্গে ছিলেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব রংপুর কেন্দ্র পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন।
তথ্য ও গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, দুই ঘণ্টাব্যাপী পরীক্ষায় মোট ৫ হাজার ১০ জন শিক্ষার্থী অংশ নেন, এর মধ্যে ১৮ জন তৃতীয় লিঙ্গের। ন্যূনতম ১৪ বছর বয়সের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণরা নির্ধারিত কোর্স ও ফি জমা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তিসংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে।
বিডি প্রতিদিন/আশিক