বান্দরবানে র্যাবের অভিযানে কাঠবোঝাই ট্রাকসহ এক চালককে আটক করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে সদরের মেঘলা পর্যটন এলাকায় র্যাব ও জেলা বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।
র্যাব-১৫ সিপিসি-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ জানান, অনুমোদনহীন ৮০ ঘনফুটের ৬০ টুকরো সেগুন গোল কাঠ পাচারের খবরে অভিযান চালানো হয়।
অভিযানে কাঠ জব্দ করা হয় এবং ট্রাকচালককে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা কাঠগুলো বুঝে নেন।
বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার শামসুল হক জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/আশিক