ঢাকা কমার্স কলেজে কোভিড-১৯ বিশ্বমহামারী: করোনাভাইরাসের তড়িৎ সনাক্তকরণ পদ্ধতি, ভ্যাকসিনের কার্যকারিতা ও ভবিষ্যৎ প্রেক্ষাপট সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বস্টন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী ড. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, 'আমার গবেষণার মূল লক্ষ্য হলো কোভিড-১৯ সম্পর্কিত তথ্য ও ফলাফল সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।'
তিনি আরও বলেন, 'কোভিড-১৯ বিশ্বমহামারী মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে ঝড়ের মতো আঘাত করেছে। তবে এখন আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সামনে আরও গবেষণাভিত্তিক সমাধান প্রয়োজন।'
ড. মোফাজ্জল হোসেন বলেন, 'বাংলাদেশ আমার শিকড়, এই দেশের মাটি ও মানুষের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে। ঢাকা কমার্স কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কোভিড-১৯ নিয়ে গবেষণা উপস্থাপন করতে পারা আমার সৌভাগ্য।'
এসময় তিনি চিত্র, কার্টুন, পরিসংখ্যান ও অঙ্কনের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন, যা শ্রোতাদের কাছে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
কলেজের অধ্যক্ষ ড. মো. আবু মাসুদের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন ডেইলি সান এর সম্পাদক মো. রেজাউল করিমসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ড. মোফাজ্জল হোসেন বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন এবং এর অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) ও উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেমিনারে অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/মুসা