যুক্তরাষ্ট্রে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়া টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিডিও তৈরির নতুন একটি অ্যাপ চালু করেছে ইনস্টাগ্রাম।
মেটা মালিকানাধীন কোম্পানিটি বলেছে, ‘এডিটস’ নামের নতুন এ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ভিডিও তৈরি ও সম্পাদনার কাজ আরও সহজে করতে পারবেন এবং এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের এই অনিশ্চিত ভবিষ্যতকে এখন কাজে লাগাচ্ছে মেটা। ‘এডিটস’ অ্যাপটি গোটা বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে ‘সরাসরি ফোনেই ভিডিও তৈরি করতে’ এবং ‘শক্তিশালী’ সম্পাদনা টুল ও ‘ডেটানির্ভর ধারণাও’ পাবেন ব্যবহারকারীরা।
‘এডিটস’-এ ‘ইন্সপিরেশন ট্যাব’ রয়েছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন ট্রেন্ডিং কনটেন্ট ও অডিও দেখাবে এবং একটি ‘আইডিয়া’ ট্যাবও থাকবে এতে। এরইমধ্যে ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও ফিডও এনেছে মেটা, যা মূলত রিলস নামে পরিচিত ও টিকটকের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।
এক ব্লগ পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, “আমাদের লক্ষ্য হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সৃজনশীল টুল বানানো, যাতে নির্মাতারা কেবল ইনস্টাগ্রাম আর ফেইসবুকে নয়, বরং যে কোনো প্ল্যাটফর্মে কল্পনা করতে পারেন এমন সব উপায়ে স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করতে পারেন তারা।”
জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি কখনও বিক্রি করতে রাজি হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ট্রাম্পের নতুন রাজস্ব নীতির জবাবে চীন জানিয়ে দিয়েছে, চীনের ওপর ওই নীতি প্রয়োগ করলে টিকটক বিক্রির অনুমোদন মিলবে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ