স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স সিঙ্গাপুরে তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের ফি আরও একবার বাড়িয়েছে। এক বছরেরও বেশি সময় আগে নেটফ্লিক্স সিঙ্গাপুরে সর্বশেষ দাম বাড়িয়েছিলো।
প্যাকেজ অনুযায়ী ২ ডলার থেকে ৪ ডলার পর্যন্ত এই দাম বাড়ানো হয়েছে। বেসিক প্ল্যানের গ্রাহকরা আগে ১৩.৯৮ ডলার দিতেন। এখন তাদের ১৫.৯৮ ডলার দিতে হবে। যেখানে স্ট্যান্ডার্ড প্ল্যানের গ্রাহকদের ফি ১৯.৯৮ থেকে বেড়ে ২২.৯৮ ডলার হয়েছে।
প্রিমিয়াম ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ফি গুণতে হবে। ২৫.৯৮ ডলার থেকে বাড়িয়ে তাদের সাবস্ক্রিশন ফি ২৯.৯৮ ডলার করা হয়েছে।
২৩ শে এপ্রিল দ্য স্ট্রেইটস টাইমসের সাথে শেয়ার করা এক বিবৃতিতে, নেটফ্লিক্স সিঙ্গাপুর বলেছে "আমরা বিভিন্ন চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের দাম এবং প্ল্যান অফার করি। যেহেতু আমরা আমাদের সদস্যদের আরও বেশি মূল্য প্রদান করি। তাই আমরা মাঝে মাঝে তাদের আরও কিছুটা বেশি অর্থ প্রদান করতে বলি। আমরা সিঙ্গাপুরে দাম সামঞ্জস্য করছি। সদস্যপদ ১৫.৯৮ ডলার শুরু হচ্ছে।"
স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ব্যবহারকারীরা একাধিক ডিভাইসে একই সাথে নেটফ্লিক্স ব্যবহার করতে পারেন এবং পরিবারগুলিতে প্ল্যানটি শেয়ার করতে পারেন। বেসিক প্ল্যানের গ্রাহকদের তুলনায় তারা উচ্চ-রেজুলেশনের ভিডিও উপভোগ করতে পারেন।
বিডি প্রতিদিন/নাজমুল