বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। দলের আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত নুরিয়া মাদ্রাসায়সংগঠনের মজলিসে শুরা ও মজলিসে আমেলার যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইসলামী খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নাতি এবং দলের সাবেক আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ছেলে।
হযরত হাফেজ্জী হুজুরের অন্যতম খলিফা শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী মজলিসে শুরার অধিবেশনের সভাপতিত্ব করেন এবং হযরত হাফেজ্জী হুজুরের বিশিষ্ট খলিফা ময়মনসিংহ বড় মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা আব্দুল হক মজলিসে আমেলার সভাপতিত্ব করেন।
অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের শরিয়ত বিষয়ক উপদেষ্টা ও শাইখুল হাদিস মাওলানা হাজি ফারুক আহমদ, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহী জামে মসজিদের প্রধান খতিব ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা