কোপা দেল রে'র ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ লড়াই শেষ পর্যন্ত গড়াল অতিরিক্ত সময়ে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে সেভিলের এস্তাদিও দেল লা কার্তুজা স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ২-২ গোলে সমতায় ম্যাচ শেষ করে।
প্রথমার্ধে নিয়ন্ত্রণ ছিল বার্সার হাতে, কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেয় রিয়াল। রদ্রিগোকে তুলে নিয়ে কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামান এমবাপ্পে, মদ্রিচ ও আর্দা গুলারকে। এরপর তারা মুহূর্তেই বাড়িয়ে দেয় আক্রমণের তীব্রতা। ফলও মেলে, একে একে দুটি গোল করে এগিয়ে যায় রিয়াল।
তবে বার্সা হাল ছাড়েনি। প্রতিআক্রমণে ফিরে এসে রক্ষণের ভুলে ব্যবধান কমায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
বিডি প্রতিদিন/মুসা