এন্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পান্ত। সেই সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। আর তাতেই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। সিরিজের তিন ম্যাচ বাকি থাকতেই পান্তের ঝুলিতে রয়েছে ৩৪২ রান। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এক সিরিজে যা সর্বোচ্চ।
ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংসেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে শুধু জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের এই কীর্তি ছিল। এমন পারফরম্যান্সের পর পান্তকে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করছেন অনেকে। তবে পান্তকে গিলক্রিস্টের চেয়েও ভালো ব্যাটসম্যান মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।
এর পক্ষে যুক্তি দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আমি ঋষভ পান্তকে তার মান অনুযায়ী বিচার করতে চাই। সে চমৎকার খেলোয়াড়। সে অ্যাডাম গিলক্রিস্ট নয়। অনেক মানুষ তাকে গিলক্রিস্টের সঙ্গে তুলনা করে। গিলক্রিস্টের এত ভালো ডিফেন্স ছিল না। ঋষভ পান্তের ডিফেন্সের মান খুব উঁচু। ঋষভ পান্তকে বিশ্বের সেরা ব্যাটারদের সঙ্গে তুলনা করা উচিত, গিলক্রিস্টের সঙ্গে নয়। অ্যাডাম গিলক্রিস্ট একজন দুর্দান্ত ব্যাটার ছিলেন। তিনি সাত নম্বরে ব্যাটিং করে খেলার মোড় বদলে দিতেন। ঋষভ পান্ত পাঁচ নম্বরে ব্যাটিং করছে। ঋষভ পান্ত তার মতো খেলতে পারে।'
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ফর্মে আছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলও। এজবাস্টনে দুই ইনিংসে ৪৩০ রান করেছেন তিনি। এখন পর্যন্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও গিল। তবে অশ্বিনের চাওয়া গিলের মতো না খেলুক পান্ত। কারণ পান্তের নিজস্ব একটি ধরণ আছে। পান্ত সেভাবে খেলেই সফল হবে বলে বিশ্বাস সাবেক ভারতীয় এই স্পিনারের।
তিনি বলেন, আমি চাই না শুভমান গিলের মতো খেলুক পান্ত। কিন্তু আমি ঋষভের মধ্যে কিছু সংযম আর নিয়ন্ত্রণ দেখতে চাই। যখন তুমি জাল ফেলে মাছ ধরো, মাছও জানে যে এটা বিপদ হতে পারে, কিন্তু তবুও সেটা আসে, কারণ সেখানে টোপ থাকে। ঋষভ পন্থ যখন ব্যাট করে, তখন শোয়েব বশীর কী করে? সে বলটা অফ স্টাম্পের বাইরে ফেলে, লং অন ফিল্ডার পেছনে রাখে। আমি চাই ঋষভ মারুক, আমি ওই বিনোদনটাও চাই, কিন্তু আমি চাই সে যেন বোলারকে বোকা বানিয়ে সেটা করে।
বিডি প্রতিদিন/কেএ