শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জমে উঠেছে। নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।
সোমবার ভারত-পাকিস্তান ম্যাচে সেমিফাইনালের লাইন-আপ নির্ধারিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। তবে আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করায় গ্রুপ রানার্সআপ হয় তারা। আর তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত।
২৫ সেপ্টেম্বর বিকেলে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে সন্ধ্যায় ভারত-নেপাল ম্যাচের পর জানা যাবে কারা উঠবে ফাইনালে। টুর্নামেন্টের শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল ইতোমধ্যেই দাপুটে পারফরম্যান্সে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার প্রতীক্ষা সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার।
বিডি প্রতিদিন/কেএ