বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে টপকে এ বছরের ব্যালন ডি’অর হাতে নেবার অপেক্ষায় আছেন পিএসজি ফরোয়ার্ড ওসমানে দেম্বেলে।
এদিকে, টানা তৃতীয়বারের মতো নারীদের বিভাগে সেরার পুরস্কার জয় করতে পারেন এইতানা বোনমাতি।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার ডু শার্লেটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ বছরের ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘদিনের আধিপত্য খর্ব করে এই পুরস্কারের দাবিদার হয়ে উঠেছেন এখন বিশ্ব ফুটবলের নতুন তারকারা।
মেসি-রোনালদো মিলে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত ১৩ বারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।
গত বছর সেই ধারা ভঙ্গ করে স্পেনকে ইউরো ২০২৪ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি ব্যালন ডি’অর জয় করেছিলেন। এ বছর অবশ্য ইনজুরির কারণে রড্রি বিজয়ীর দৌড় থেকে ছিটকে গেছেন। সেই সুযোগে ২৮ বছর বয়সী দেম্বেলে হট ফেবারিট প্রার্থী হয়ে উঠেছেন। বিশেষ করে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করার পর দেম্বেলের নাম আরো গুরুত্বের সাথে সামনে চলে এসেছে।
ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা পিএসজির নয়জন রয়েছেন ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। দেম্বেলে ছাড়াও এই তালিকায় আছেন ডিসায়ার ডুয়ে, আশরাফ হাকিমি, কাভিচা কাভারাটসখেলিয়া, নুনো মেনডেস, হুয়াও নেভেস, ফাবিয়ান রুইজ ও ভিটিনহা। ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
কিন্তু সবাইকে ছাপিয়ে ৩৫ গোল করে দুর্দান্ত মৌসুম কাটানো দেম্বেলের নামই ঘুড়েফিরে আসছে। কিলিয়াম এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর দেম্বেলের উপরই দলের আক্রমণ ভাগ সামলানোর দায়িত্ব পড়ে। তার নৈপুণ্যে ঘরোয়া লিগের শিরোপা ছাড়াও পিএসজি ক্লাব বিশ্বকাপের ফাইনালও খেলেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড়ের কারণে মার্সেইর বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের ম্যাচটি রবিবার ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে যাওয়া পিএসজির মনোনীত খেলোয়াড়দের মধ্যে বেশীরভাগই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। অবশ্য ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় দেম্বেলে আজ রাতে উপস্থিত থাকবেন।
বার্সেলোনার উইঙ্গার ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সেই নিজের প্রতিভার জানান দিয়েছেন। ইতোমধ্যেই মেসির উত্তরসূরী হিসেবে বার্সেলোনায় তাকে বিবেচনা করা হচ্ছে।
গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে তিনি অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে সেরার পুরস্কার কোপা ট্রফি জয় করেছিলেন। ওই বছর স্পেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে, যার পিছনে ইয়ামালের অনবদ্য অবদান ছিল। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল। বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ কোপা ডেল রে শিরোপা জয় করে।
নারীদের বিভাগে এবারও ২৭ বছর বয়সী বার্সেলোনা ও স্পেনের তারকা বোনমাতি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। জুলাইয়ে নারী ইউরোতে তিনি সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। পেনাল্টিতে যদিও স্পেন ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। বোনমাতির বার্সেলোনা মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও আর্সেনালের কাছে পরাজিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত