দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে খেলোয়াড়দের মাঝে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচের প্রথম ভাগেই বেশ কিছু টানটান মুহূর্ত দেখা যায়। তবে সবচেয়ে চোখে পড়ার মতো ঘটনা ঘটে ভারতের ইনিংসের পঞ্চম ওভারে। সেই সময় মুখোমুখি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং পাকিস্তানি পেসার হারিস রউফ।
ঘটনার সূত্রপাত ওভারের শেষ বলে, যখন গিল চার মেরে কিছু একটা বলেন। পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায় রউফকে, যিনি আম্পায়ারের দিকে ফিরতে ফিরতে কিছু বলে ওঠেন। তখন রউফের সামনে থাকা অভিষেক শর্মাও প্রতিক্রিয়ায় রউফের সঙ্গে কথা বলতে শুরু করেন। এরপর দুজনই একে অন্যের খুব কাছাকাছি চলে আসেন।
মাঠে উত্তেজনা বাড়তে থাকলে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি দ্রুত গিয়ে দুই খেলোয়াড়ের মাঝে অবস্থান নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ওই মুহূর্তে দুই পক্ষকেই বেশ ক্ষুব্ধ দেখায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। ম্যাচ শেষে অভিষেক শর্মা সংবাদ সম্মেলনে বলেন, তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর এসে পড়ছিল, আমার একদম ভালো লাগেনি। আর তাদের জবাব দেওয়ার এটাই (জয়) ছিল একমাত্র উপায়।
ম্যাচ শেষে এক্স-এ একটি পোস্টে পাকিস্তানি ক্রিকেটারদের ইঙ্গিত করে অভিষেক লেখেন, তোমরা কথা বলো বেশি, আর আমরা জিতি। সঙ্গে জুড়ে দেন মাঠের চারটি ছবি।
৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অভিষেক শর্মা। মাঠের আগ্রাসী পরিস্থিতির মাঝেও ব্যাট হাতে তিনি ছিলেন আত্মবিশ্বাসী। মাঠের উত্তেজনা যে পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, সেটি বোঝাতে ক্রিকেটীয় পারফরম্যান্সই যথেষ্ট ছিল।
উল্লেখ্য, ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। ম্যাচের শুরুতেই গিল ও শাহিন আফ্রিদির মাঝেও কিছুটা কথার বিনিময় হয়েছিল, যদিও তা বাগবিতণ্ডায় গড়ায়নি।
বিডি প্রতিদিন/কেএ