এশিয়া কাপের সুপার ফোরের উত্তেজনাপূর্ণ ম্যাচে ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে এবার টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের বিরুদ্ধে অভিযোগ জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে। ভারতের হার্দিক পান্ডিয়ার বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন ফখর জামান। প্রথমে অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল আউটের আবেদন নাকচ করে দেন। পরে তিনি সিদ্ধান্ত নিতে যান টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কাছে।
রুচিরা একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে মনে করেন, স্যামসনের আঙুল বলের নিচে ছিল এবং বল মাটিতে স্পর্শ করেনি। সেই সিদ্ধান্তের ভিত্তিতে ফখরকে আউট ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে আরেকটি অ্যাঙ্গেলে দেখা যায়, বল গ্লাভসে জমার আগে মাটিতে বাউন্স করতে পারে – এই দৃষ্টিকোণ থেকেই বিতর্কের জন্ম।
আউটের পর ফখর স্পষ্টত হতাশা প্রকাশ করেন। মাঠ ছাড়ার সময় ব্যাট দিয়ে নিজের প্যাডে আঘাত করেন এবং ড্রেসিংরুমে যাওয়ার সময় কোচ মাইক হেসনের সঙ্গেও কিছু আলোচনা করতে দেখা যায় তাকে। ফখর জামান ১৫ রানে আউট হন।
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন, 'আমার মনে হয়েছে বলটি মাটিতে লেগে গিয়েছিল। তবে আম্পায়ারদের দায়িত্ব সিদ্ধান্ত নেওয়া, ভুল হতে পারে।'
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে বিষয়টি তোলা হয়। তবে পাইক্রফট জানান, টিভি আম্পায়ারের সিদ্ধান্ত তার এখতিয়ারের বাইরে। এরপরেই পাকিস্তান টিম ম্যানেজার আইসিসিকে ই-মেইল করে অভিযোগ জানান।
এটি পিসিবির প্রথম অভিযোগ নয়। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় সালমান আলি আগার সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত মেলানো নিয়ে বিতর্ক ওঠে। সেই ঘটনাতেও ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসির কাছে তার অপসারণ দাবি করেছিল পাকিস্তান। তবে সেই দাবি নাকচ করে দেয় আইসিসি।
পরবর্তীতে এক ভিডিও প্রকাশ করে পাকিস্তান জানায়, পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়েছেন। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, হাত মেলানো নয়, বরং টসে সামান্য ভুল-বোঝাবুঝির জন্যই ক্ষমা চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা