বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর সামনে রেখে সরব হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এরই মধ্যে আসন্ন টুর্নামেন্টের জন্য ৫টি দল চূড়ান্ত করেছে বিপিএল পরিচালনা কাউন্সিল। এবার বিপিএলে অংশগ্রহণ করবে ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। দল চূড়ান্তের পরই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার মধ্যে ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অন্যতম।
বিপিএলের পাশাপাশি গায়ানার গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর। এবার বিপিএলে নুরুল হাসান সোহানের পাশাপাশি কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে বলে জানিয়েছে দলটি। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও ইংল্যান্ডের ডেভিড মালানকে দলে যুক্ত করেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। মালান সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতিয়েছেন। এ ছাড়াও আরও কিছু বিদেশি ক্রিকেটারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে রংপুর রাইডার্স। যার মধ্যে রয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা। এ ছাড়া প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।