ভারতের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। ওপেনিং এ বাঁ-হাতি ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। এ উদীয়মান ব্যাটার যখন খেলেন প্রতিপক্ষের ফিল্ডাররা বাউন্ডারিতে দর্শকের ভূমিকায় থাকেন। বিশেষ করে টি-২০ ফরম্যাটে একের পর এক ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করছেন তিনি। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও খেলেছেন বিধ্বংসী ইনিংস। অসিদের বিপক্ষে পঞ্চম টি-২০তে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৩ বলে ১ ছক্কা ও ১ চারে ২৩ রান করেন অভিষেক। আর এতেই ভেঙে দেন টিম ডেভিডের রেকর্ড। টি-২০তে এ তরুণ ক্রিকেটার গড়েন সবচেয়ে কম বল খেলে ১ হাজার রানের রেকর্ড। টি-২০তে ৫২৮ বল খেলে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। যা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্রুততম। এর আগে এ রেকর্ড ছিল টিম ডেভিডের দখলে। ৫৬৯ বলে এ রেকর্ড গড়েছিলেন এ অসি ব্যাটার। আর ইনিংসের দিক দিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা (২৮ ইনিংস)। শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। ১৭ ইনিংসে গড়েন হাজার রানের রেকর্ড। অসিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।