সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের বাইরে খেলেই যাচ্ছেন। তিনি এবার আবুধাবি টি-টেনে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে প্রথমবার খেলতে যাচ্ছে এই দল। ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং মাঠের সামর্থ্যই দলের জন্য মূল চালিকাশক্তি হবে। রয়্যাল চ্যাম্পস নতুন দল হলেও তারা খেলোয়াড় নির্বাচন ও প্রস্তুতিতে কোনোরকম ছাড় দেয়নি। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছে উদীয়মান প্রতিভা, যার ফলে চ্যাম্পস ভালো খেলবে। সাকিবের ব্যাপারে বলা হয়, ক্রিকেটের বড় নেতা দলকে সঠিক নেতৃত্ব দেবেন আশা করি। সাকিবের জন্য মাঠে দলটি ভালো সমর্থন পাবে তা-ও আশা করা যাচ্ছে। ১৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াদে ভিস্তা রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে রয়্যাল চ্যাম্পস। সাকিব জানিয়েছেন রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের। এত প্রতিভাবান খেলেয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করতে পারব তাই আমি উচ্ছ্বসিত। দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ জানান একটি ভারসাম্য দলের দায়িত্ব পেয়েছি।