হংকং সুপার সিক্স টুর্নামেন্টে চমকের নাম কুয়েত। চমকের নাম মরুরাজ্য দেশটির অধিনায়ক ইয়াসিন প্যাটেল। গ্রুপের খেলায় ইয়াসিনের টানা ৬ ছক্কায় ভারতকে হারিয়ে চমকে দেয় কুয়েত। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আফগানিস্তানের ৮৭ রান মরুরাজ্য টপকে যায় ২ উইকেট হারিয়ে। ৪ উইকেটে জিতে সেমিফাইনালে উঠেছে। হংকং সুপার সিক্সের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ৪১ রানে স্বাগতিক হংকংকে এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচ ৬ ওভার করে ১২ ওভার বা ৭২ বলের। হংকং সুপার সিক্স টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ১২ ওভারের। হংকংয়ের মঙ কঙ স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৭২ বলের ম্যাচে দুই দল ছক্কা মেরেছে মোট ৩৪টি। অস্ট্রেলিয়ার ২১ ছক্কার বিপরীতে বাংলাদেশ মেরেছে ১৩টি। ছক্কার ম্যাচটিতে বেন ম্যাকডারমট, রস টেলরদের বিপক্ষে পাত্তা পাননি আকবর আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনিরা। ম্যাকডারমট ও টেলরের টর্নেডো হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৪৯ রান করে অস্ট্র্রেলিয়া। ম্যাকডারমট ৩৬৪.২৮ স্ট্রাইকরেটে ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অধিনায়ক টেলর ১১ বলে ১ চার ও ৭ ছক্কায় ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন। তার স্ট্রাইকরেট ছিল ৪৫৪.৫৪। এ ছাড়া উইলিয়া বসিটো ৬ বলে ৫ ছক্কায় ৫০০ স্ট্রাইকরেটে ৩০ রান করেন। আকবর বাহিনীর টার্গেট ৩৬ বলে ১৫০ রান। ওভারপ্রতি ২৫। অবিশ্বাস্য টার্গেটে বাংলাদেশ ৬ ওভারে সংগ্রহ করে ৯৫ রান।
দলটির পক্ষে আবু হায়দার রনি ৫০ রান করেন ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায়। এ ছাড়া রাকিবুল হাসান ২৫ রান করেন ১০ বলে ১ চার ও ৩ ছক্কায়।