মাছ, মাংস, দুধের মতো প্রাণিজ আমিষ মূলত কুকুর ও বিড়ালের প্রিয় খাদ্য। ক্ষুধা লাগলে ভাত, রুটি, বিস্কুটও তাদের খাদ্যতালিকায় স্থান পায়। সবজি খেতে দিলে একবার ঘ্রাণ শুকেই অন্য দিকে হাঁটা দেয়। তবে কুকুর-বিড়ালকেও মাঝেমধ্যে ঘাস খেতে দেখা যায়। কিন্তু, কেন খায়?
তথ্য বলছে, হজমের সমস্যা হলে কুকুর-বিড়াল ঘাস খায়। কিছু কুকুর ঘাস খেয়ে পরে বমি করে, এতে তাদের পেট হালকা হয়। ঘাসে আঁশ (ফাইবার) থাকে, যা হজম প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। তবে কখনো কখনো তারা শুধু খেলাচ্ছলে বা কৌতূহলবশত ঘাস চিবোয়। আবার বন্য অবস্থায় প্রাণীরা বিভিন্ন গাছপালা খায়, পোষা কুকুর-বিড়ালের মধ্যেও এই স্বভাব অনেক সময় দেখা যায়। এজন্য যারা কুকুর ও বিড়াল পোষেন, তাদের অনেকেই বাড়িতে ঘাস লাগান। কুকুর ও বিড়ালের জন্য সাধারণ গম, যব ও ওট ঘাস লাগানো হয়।