প্রেমিকার বিয়েতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা যুবক মামুন এক যুগ ধরে শিকলে বন্দি অবস্থায় জীবন পার করছেন। ৩৫ বছর বয়সি মামুন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোসলেম ব্যাপারীর ছেলে। অর্থের অভাবে বন্ধ রয়েছে সুচিকিৎসা। তার পরিবার জানিয়েছে, মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় সহপাঠীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মামুন। এরপর বেশ কয়েক বছর একাকী ছিল। এরপর বিভিন্ন দিকে চলে যেত। একবার হারিয়ে যাওয়ার পর ফিরে পেয়ে শেকল দিয়ে আটকে রাখা হচ্ছে।
মামুনের মা সোনা বানু বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর আট বছরের মতো ঘুরেফিরে কাটিয়েছে মামুন। তবে একবার হারিয়ে গেলে বাগেরহাট থেকে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। এরপর প্রায় ১২ বছর ধরে শেকলবন্দি জীবন মামুনের। এখন তো অর্থসংকটে চিকিৎসা বন্ধ হয়ে মৃত্যুর প্রহর গুনছে। তবে আমি সন্তানের সুস্থতা কামনা করে সবার কাছে চিকিৎসা সহায়তা চাই।
মামুনের বাবা মোসলেম ব্যাপারী বলেন, স্বাভাবিক থাকলে মামুনকে আটকে রাখার প্রয়োজন হতো না। শেকল খুলে দিলে কোথাও চলে যেতে পারে আবার আমাদের ওপর হামলাও করতে পারে। তবে সন্তানের এ কষ্ট আর দেখতে ভালো লাগে না। আমরা চাই মামুন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। শুধু পরিবার নয়, প্রতিবেশীসহ এলাকাবাসীও চান মামুনের সুস্থতা। এরই মধ্যে মামুনের চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে নিতে স্থানীয় তরুণরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।