একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউডের বাদশা শাহরুখ খানের প্রতি মুগ্ধতা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শাহরুখ প্রিয়াঙ্কাকে ইঁদুর বলে মনে করতেন।
‘ডন’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই তারকা। ছবির সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনও রাখঢাক ছিল না প্রিয়াঙ্কার। শাহরুখ বরাবর গৌরীকে নিয়ে সংসারী। কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়েও তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তখন তারা মালয়েশিয়ায় শুটিং করছিলেন। ‘ডন’ ছবিতে প্রিযোঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলা হত। শাহরুখের মুখেই ছিল সেই সংলাপ।
বাস্তবেও কি প্রিয়াঙ্কা জংলি বেড়ালের মতো? প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কাকে ইঁদুর বলেছিলেন শাহরুখ। উত্তরে পিগি চপস বলেছিলেন, আমি মোটেও ইঁদুর নই। একটা ভাল দেখতে পশুর সঙ্গে আমার তুলনা করো। তখন খরগোশের সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করেছিলেন শাহরুখ। পরে অবশ্য বাদশা বলেছিলেন, আসলে আমি ওকে খুবই পছন্দ করি। ওর প্রতিভার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল