লাকসাম উপজেলা কারাতে একাডেমি আয়োজিত কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি নার্গিস সুলতানা। এসময় তিনি কারাতে শিক্ষার প্রয়োজনীয়তা ও বিশেষ করে মেয়েদের জন্য এর গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। তিনি একাডেমির সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন লাকসাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোসলে উদ্দিন নোমান (সভাপতি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, কৃষি কর্মকর্তা আল-আমিন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বেল্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং চিত্তাকর্ষক কারাতে প্রদর্শনী প্রদর্শিত হয়, যা অংশগ্রহণকারীদের মুগ্ধ করে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ আয়োজন লাকসামের ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল