জলবায়ু পরিবর্তনে অস্থির ও অনিয়মিত হয়ে উঠছে বৈশ্বিক পানি চক্র। যখন যেখানে যতটুকু পানি থাকার কথা, তা থাকছে না। আবার কখনো বেড়ে যাচ্ছে অনেক বেশি। এর প্রভাবে পৃথিবীব্যাপী বাড়ছে খরা ও বন্যা। পানিচক্রের এই আচরণে উদ্বিগ্ন পরিবেশবিদরা। সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থার ‘স্টেট অব গ্লোবাল ওয়াটার রিসোর্সেস’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
পানি চক্র বলতে, ভূগর্ভে, ভূপৃষ্ঠে ও বায়ুম-লে অবস্থান করা পানির ঘুরে বেড়ানোর জটিল প্রক্রিয়াকে বোঝায়। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন পানি চক্রকে এলোমেলো করে দিচ্ছে। গত বছর বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ নদী অববাহিকায় স্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি। গরম আর খরার মাঝেও একাধিক বন্যা হয়েছে। ইউরোপ ২০১৩ সালের পর সবচেয়ে বড় বন্যার শিকার হয়েছে। বরফ আচ্ছাদিত এলাকা থেকে অন্তত ৪৫০ গিগাটন বরফ গলে গেছে, যে পানি দিয়ে অলিম্পিক গেমসের ১৮ কোটি সুইমিং পুল ভরা যাবে।