বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের মোংলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের মোহসিনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. জুলফিকার আলী।
পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বাবলু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার।
বিডি প্রতিদিন/হিমেল