পর্যটকদের জন্য সুখবর। এবার প্রশস্ত হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার রাস্তা। তিন দশকেরও বেশি সময় পর খাগড়াছড়ি-দীঘিনালা সড়কটি প্রশস্ত করার কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশস্তকরণের জন্য দরপত্র ও কার্যাদেশ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
সরু আর আঁকা-বাঁকা হওয়ার কারণে সড়কটিতে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো পর্যটককে যাতায়াত করতে হয়। ১৮ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে বর্তমানে সময় লাগে ৪০ থেকে ১ ঘণ্টা। সড়কটি মাত্র ১২ ফুট চওড়া হওয়ায় মাঝেমধেই দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে সেই দুর্ঘটনার হার আরও বেড়ে যাচ্ছে। হতাহতের ঘটনাও ঘটছে অহরহ।
ফলে দীর্ঘদিন ধরেই এই সড়ক প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সড়কটি খুব সরু হওয়ায় দুটি গাড়ি এক সাথে পার হতে পারে না। এছাড়া কোনো গাড়ি এলে মানুষকেই রাস্তার নীচে নেমে গাড়িটিকে জায়গা করে দিতে হয়। ফলে সহজ যোগাযোগের ক্ষেত্রে এটা বড় বাধা।
তাই সড়কটি প্রশস্তকরণের খবরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে। পরিবহন চালকরাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
সরু সড়কটিকে নিরাপদ করতে সম্প্রসারণ ও বাঁক সরলীকরণের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কাজ অনেকটা এগিয়েছেও। প্রায় এক কিলোমিটার রাস্তার পাশ প্রশস্ত করা হয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানিয়েছেন, খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা বাসস্টেশন পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের জন্য দরপত্র ও কার্যাদেশ সম্পন্ন হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা। সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করা হচ্ছে। তিনি আশা করছেন ২০২৬ সালের মার্চের মধ্যেই প্রশস্তকরণের কাজ শেষ হবে।
বিডি প্রতিদিন/নাজমুল