লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখপাত্র সদস্য রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি। এই জনসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শতাধিক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিতে যোগদান করেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য দেন-আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচ এম ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন প্রমুখ।