কয়েক মাস ধরেই চর্চায় খুশি মুখোপাধ্যায়। স্বল্প পোশাক পরে রাস্তায় বেরিয়ে রাতারাতি নেটপ্রভাবী হয়ে ওঠেন খুশি। তাঁর পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে। যে ভিডিওটি নিয়ে সব থেকে বেশি চর্চা, সেখানে অন্তর্বাস ছাড়া শুধু শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাস্তায় দেখা যায় খুশিকে। এবার রাস্তায় বচসায় জড়ালেন তিনি।
দীপাবলির রাতে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। এমনিতেই বাজার এলাকা, ফলে প্রচুর ভিড় ছিল। চার পাশে দীপাবলি পালন করছেন সবাই। খুশি রাস্তার এক ধারে নিজের গাড়ি দাঁড় করান। সেখানে তাঁর গাড়ির সামনেই বাজি পোড়াতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বাধা দিয়ে প্রতিবাদ করতেই বচসায় জড়ান অভিনেত্রী। এরপর এক অটো এসে তাঁর কোটি টাকার গাড়ির পেছনে ধাক্কা দেয়। তাতে ভেঙে যায় গাড়ির পেছনের আলো। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন খুশি।
এ ঘটনার পর সামনেই দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ‘পেছন দিক থেকে আমার গাড়িতে ধাক্কা মেরেছে। একে ধরুন, জেলে ভরে দিন।’ এভাবে এক কথা-দুকথা থেকে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। উৎসবের দিনে ঝামেলা না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ। কিন্তু ছাড়ার পাত্রী নন খুশি। যদিও, এ ঘটনায় থানায় গিয়ে কোনো অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী। কিন্তু বচসার এ ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এমনিতেই দিনকয়েক ধরে খুব একটা প্রকাশ্যে আসছেন না তিনি। অথচ দীপাবলিতে রাস্তায় বেরিয়েই অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।