রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের গলি সংলগ্ন ওয়াপদা কলোনি বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গলির সামনে এ ঘটনা ঘটে।
আহত নিয়াজ আহমেদ (১৬) শনিরআখড়া এ কে স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং আনাস আহমেদ (১৪) ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
আহতদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নিয়াজের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে আর আনাস মাথায় আঘাত পেয়েছেন।
আহত আনাস জানান, বিকেলে দুই বন্ধু মিলে ঘুরতে ও ছবি তুলতে বের হয়েছিল। সন্ধ্যায় ওয়াপদা কলোনি বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বের হওয়ার পরপরই ১ নম্বর গলির সামনে স্থানীয় ১৫-২০ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হঠাৎই ওরা আমাদের ঘিরে ফেলে। নিয়াজের পেটে ছুরি মারে, আমিও মাথায় আঘাত পাই।
তিনি আরও জানান, হামলাকারীরা তখন আরও দুজনকে মারধর করছিল। পরে আহত নিয়াজকে তিনি নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আহতদের চিকিৎসা চলছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ