পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষের জেরে দুই দেশের সীমান্ত বন্ধ। ফলে পাকিস্তানের বাজারে টমেটোর দাম বেড়েছে ৪০০ শতাংশ। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ রুপিতে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংগুলো বাণিজ্য ও যাতায়াতের জন্য বন্ধ থাকায় ইসলামাবাদসহ সারা দেশের বাসিন্দারা টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের জেরে চলতি মাসের প্রথম দিকে পাকিস্তান উত্তর-পশ্চিমের তোরখাম এবং দক্ষিণ-পশ্চিমের চামান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়।
ঐতিহ্যগতভাবে, স্থানীয় উৎপাদনে ঘাটতি দেখা দিলে পাকিস্তান এই দুটি সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে টমেটো ও অন্যান্য পচনশীল পণ্য আমদানি করে।
ইসলামাবাদের জি-৯ সবজি বাজারের ক্রেতা শান মসিহ্ হতাশা প্রকাশ করে আরব নিউজকে বলেন, এগুলো (টমেটো) খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। আমরা বুঝতে পারছি না। যেহেতু সব খাবারেই এটা প্রয়োজন, আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন।
ইসলামাবাদের ফল ও সবজি বিক্রেতা মোহাম্মদ ইমরান জানান, যোগানের অভাব কী করে দেখা দিল। তিনি বলেন, আজকের দর ৪০০ রুপি। সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তান থেকে সরবরাহ বন্ধ। এখন ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে আসছে। চাহিদা কমেনি। লোকেরা আগের মতোই কিনছেন। কিন্তু যোগান অনেক কম।
অন্য ক্রেতা নুসরাত জাহান বলেন, তিনি সবেমাত্র এক কেজি টমেটো ৪০০ রুপিতে কিনেছেন। যা কয়েদিন আগে আরও কম দামে বিক্রি হতো।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করছে শীঘ্রই দাম স্বাভাবিক হবে। ইসলামাবাদের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি বলেন, বিকল্প সরবরাহ রুট শক্তিশালী করা হচ্ছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই দাম স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/নাজমুল