শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিখোঁজ জয়নাল সরদার (৬০) নামের এক ব্যক্তির মরদেহ পার্শ্ববর্তী আটপাড়া গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে রহস্যজনকভাবে মরদেহটির বিশেষ অঙ্গ কর্তিত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জয়নাল সরদার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ইছাপাশা গ্রামের মৃত সামছু সরদারের ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নাল সরদার সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ছিলেন। গত বুধবার রাত ৮টার দিকে দরবার শরীফে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা আটপাড়া গ্রামের রাস্তার পাশে একটি ডোবার মধ্যে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মেয়ে আশা আক্তার বলেন, “গত বুধবার রাতে দরবার শরীফ থেকে আমার বাবা নিখোঁজ হন। আজ আমার বাবার মরদেহ পেয়েছি। আমাদের ধারণা, দরবার শরীফের কেউ আমার বাবাকে হত্যা করে এখানে ফেলে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
বিডি প্রতিদিন/এএম